বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : দেশে ঘটে যাওয়া বিভিন্ন ধর্ষণ কাণ্ডে এবার মুখ খুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এই প্রসঙ্গে মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়েছেন তিনি।
পোস্টে শাহরিয়ার আলম জানান, ধর্ষণ কর্মকাণ্ডে জড়িত অপরাধীদের সরকার কোনো ক্রমেই ছাড় দেবে না।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স্ট্যাটাসে তিনি আরও জানান, স্ব স্ব অবস্থান থেকে নাগরিকরা (জনগণ) দায়িত্ব পালন করুন। আপনারা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে খবর পৌঁছাতে পারলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এসময় তিনি কেউ দায়িত্বে অবহেলা করলে সেটাও জানানোর অনুরোধ করেন।
পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুটি নম্বরের কথা উল্লেখ করেন। সেগুলো হলো: ৯৯৯ ও ১০৯। স্ট্যাটাসে নম্বর দুটি ছড়িয়ে দেয়ার জন্য অনুরোধও করেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.