নারায়ণগঞ্জের বাবুরাইল এলাকায় ধসে পড়া ভবন থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ দুপুরে শিশু ওয়াহিদের (১২) লাশ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন জানান, মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে ঘটনাস্থল থেকে ওয়াহিদের লাশ উদ্ধার করেন তারা।
নারায়ণগঞ্জের বাংলা বাজারের মুদি ব্যবসায়ী রুবেল মিয়ার ছেলে ওয়াহিদ কাশিপুর উজির আলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
ওয়াহিদ প্রতিদিন ওই ভবনে আরবি পড়তে যেত। রোববারও গিয়েছিল। বিকেলে পড়া শেষে সে বেরিয়েও গিয়েছিল। কিন্তু ভেতরে ফেলে আসা কোরআন শরিফ আনতে আবার ফিরে যায় ভবনটির ভেতরে। এরই এক পর্যায়ে ভবনটি ধসে পড়ে। এরপর থেকে নিখোঁজ ছিল সে।
পরদিন সকাল ৯টা থেকে ফায়ার সার্ভিস ওয়াহিদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আবদুল্লাহ আরেফিন বলেন, 'ধসে পড়া ভবনটির নিচ তলার বারান্দার দেয়ালের নিচে চাপা পড়ে ছিল ওয়াহিদ। খালের পানি নিষ্কাশনের পর সেখানে তার লাশ পাওয়া যায়।'
এই ঘটনায় ওয়াহিদ ছাড়াও মারা গেছেন আরো একজন। আহত হয়েছেন চারজ
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.