নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এনডিইউবি) এর শিক্ষক হিসেবে যোগদান করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সাবেক শিক্ষার্থী তরিকুল কবির।
শনিবার (১৫ জুলাই) ঢাকায় নটর ডেম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন তিনি।
তরিকুল কবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের (২০১৬- ২০১৭) শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এবছরের শুরুতে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন এই মেধাবী শিক্ষার্থী।
তিনি বলেন, স্নাতকোত্তর সম্পন্ন করার খুব অল্প সময়ের মধ্যেই এরকম একটি প্রতিষ্ঠানে যোগদান করে আমি খুবই খুশি, নজরুল বিশ্ববিদ্যালয়ে আমার বিভাগের শ্রদ্ধেয় শিক্ষকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি আমার সেরাটা দিয়ে কাজ করে যাব।
বিভাগের শিক্ষার্থীর কৃতিত্বে আনন্দ প্রকাশ করেছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষক - শিক্ষার্থীরাও। বিভাগের বিভাগীয় প্রধান আহসান কবির বলেন, ইতিমধ্যে আমাদের বিভাগের দুজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতায় আছে, জুডিশিয়াল সার্ভিসেও আছে। এখন তার এই অর্জন আমাদেরকে আরো বেশি আনন্দিত করেছে।
আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের যেকোনো অর্জনের পথে বিভাগ সবসময়ই সহযোগিতা করবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.