বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : গত বছর জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার বেশ কিছু নাটক বিভিন্ন মাধ্যমে প্রকাশ হয়েছে। এসব নাটকের মাধ্যমে বেশ প্রশংসিতও হয়েছেন তিনি। বেশ বেছে বেছেই গেল বছরে নাটকে অভিনয় করেছেন প্রভা। আর সে কারণে বিভিন্ন নাটকেই তাকে দেখা গেছে চ্যালেঞ্জিং চরিত্রে। ‘ফ্ল্যাট নং ২৩’, ‘মিথ্যা’, ‘সমুদ্র মানব’, ‘নিয়তি’, ‘গল্পটা অবৈধ’, ‘বিবর্ণ ভালোবাসা’, ‘পুরানো সানগ্লাস’, ‘সেই তুমি’, ‘মেরিঅ্যান’ নাটকগুলোর মাধ্যমে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। এর বাইরে আইফ্লিক্সে প্রকাশ পাওয়া তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পারফর্মার’ এর মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন তিনি। একজন পারফর্মারের ভূমিকায় এখানে দেখা গেছে প্রভাকে। যিনি কিনা একজন পতিতার চরিত্র করতে গিয়ে পতিতাপল্লীতে গিয়ে দিনযাপন করেন।
সব মিলিয়ে এখানে প্রভার ভিন্নধর্মী অভিনয় মন ছুঁয়ে গেছে দর্শকদের। এদিকে নতুন বছর নতুন উদ্যমে শুরু করেছেন তিনি।
বছরের প্রথম দিন ‘প্রতিবেশিনী’ শিরোনামের একটি নাটক প্রকাশ হয়েছে সিডি চয়েস ড্রামায়। এ নাটকে ইরফান সাজ্জাদের বিপরীতে দেখা গেছে প্রভাকে। এদিকে প্রভার হাতে রয়েছে আরো বেশ কিছু নাটক ও টেলিছবি। এ বিষয়ে তিনি বলেন, নতুন বছরটা ভালো ভালো কাজের মাধ্যমে পার করতে চাই। বলতে পারেন সেজন্য নতুন উদ্যমে কাজ শুরু করেছি। এরইমধ্যে কয়েকটি নতুন কাজ হাতে রয়েছে। সে কাজগুলো ভালোভাবে শেষ করতে চাই। তবে গতানুগতিক কাজ তেমন করছি না। দর্শক যেন নতুন কিছু পায় সে ধরনের কাজই করছি এখন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.