বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে ইতোমধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব। এর মধ্যেই নতুন আশঙ্কার কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
শুক্রবার জেনেভার কার্যালয় থেকে অনলাইন সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র প্রধান তেড্রোস আধানম গাব্রিয়েসাস জানালেন, করোনাভাইরাস মহামারী বর্তমানে ‘নতুন ও ভয়াবহ পর্যায়ে’ অবস্থান করছে।
গত বছরের ডিসেম্বর থেকে শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত করোনাভাইরাসে বিশ্বজুড়ে প্রাণ গেছে ৪ লাখ ৬২ হাজার ৬৮১ জনের। আক্রান্তের সংখ্যা ৮৭ লাখ ৬৫ হাজার ৩৫৭।
ইউরোপের পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও বর্তমানে করোনাভাইরাস দাপট দেখাচ্ছে লাতিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশে। এ থেকে পরিত্রাণে কোনও সুখবর নেই। এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি কোনও ভ্যাকসিন।
করোনার কারণে টানা লকডাউনে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্ব অর্থনীতি। ভগ্নদশা থেকে ঘুরে দাঁড়াতে শিথিল করা হচ্ছে এই অচলাবস্থা। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে জানিয়েছে, এই মহামারী এখনও বিশ্বের জন্য বড় একটি হুমকি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, “বিশ্ব এই মহামারীর নতুন ও ভয়াবহ একটি পর্যায়ে আছে। এটা ঠিক যে, অনেক মানুষ ঘরে থেকে বিরক্ত হয়ে পড়েছে। সঙ্গত কারণেই দেশগুলো তাদের সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রম খুলে দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।”
“কিন্তু ভাইরাসটি এখনও দ্রুত গতিতেই ছড়াচ্ছে। এটি এখনও ভয়াবহ এবং অধিকাংশ মানুষ আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে,” যোগ করেন তিনি। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.