বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : কাউন্টি ক্লাব সাসেক্স ফের চুক্তি করেছে টি-টোয়েন্টি র্যাংেকিংয়ের শীর্ষ বোলার রশিদ খানের সঙ্গে। ২০২১ সালের ভাইটালিটি ব্লাস্টে আবারও স্পিন জাদু দেখাবেন আফগান স্পিনার।
২০১৮ ও ২০১৯ সালের পর তৃতীয় মেয়াদে সাসেক্সের জার্সি পরতে যাচ্ছেন রশিদ। উচ্ছ্বসিত কণ্ঠে তিনি বলেছেন, ‘২০২১ সালের ব্লাস্টের জন্য সাসেক্সে ফিরতে পেরে আমি সত্যি খুশি। ২০১৮ সালে সাউথ কোস্টের এই ক্লাবে আসার পর থেকে এই ক্লাবকে দ্বিতীয় বাড়ি হিসেবে উপলব্ধি করেছি। ২০২১ সালে প্রত্যেকের সঙ্গে দেখা হওয়ার জন্য উন্মুখ আমি। আমাদের দারুণ সব সমর্থকদের সামনে খেলার জন্য অধীর অপেক্ষায় আমরা।’
দলের তারকা স্পিনারকে ফিরে পেয়ে খুশি সাসেক্স কোচ জেমস কার্টলি, ‘পরের মৌসুমের জন্য রশিদকে ফিরে পাওয়া দারুণ। বিশ্বের যে কোনও দলের আগ্রহের তালিকায় সে।’
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.