বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৪৭ সদস্যের নতুন মন্ত্রিসভা সোমবার (০৭ জানুয়ারি) বিকেলে শপথ নেবে। এবারের মন্ত্রিসভায় আওয়ামী লীগের সিনিয়র নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও মতিয়া চৌধুরীর মতো নেতারা জায়গা পাননি। ঠাঁই হয়নি রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুর মতো শরীক দলের সিনিয়র রাজনীতিকদেরও।
মন্ত্রিসভার যে তালিকা মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম প্রকাশ করেছেন তাতে দেখা যাচ্ছে বিদায়ী মন্ত্রিসভার ৩৬ জনই এবার বাদ পড়েছেন। আবার একেবারে নতুন করে মন্ত্রিসভায় এসেছেন ২৭ জন অর্থাৎ এবারই প্রথম তারা মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হলেন।
বাদ পড়া নিয়ে কি বলছেন তোফায়েল আহমেদ?
নতুন মন্ত্রিসভা নিয়ে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাতকারে তোফায়েল আহমেদ বলেন প্রধানমন্ত্রী উনার পছন্দমত যোগ্য সৎ আদর্শবাদন ব্যক্তিদের নিয়েই কেবিনেট করেন।
‘আমার মনে হয় তিনি সেজন্যই করেছেন ও ভালোই করেছেন।’
তোফায়েল আহমেদ বলেন, আমি ৭২ সাল থেকে প্রতিমন্ত্রী, ৯৬এ মন্ত্রী ছিলাম। নির্বাচনকালীন সরকারে শিল্প ও গৃহায়ন এবং পরে আবার বাণিজ্যমন্ত্রী ছিলাম। সুতরাং আমরা যারা পুরনো নতুনদের তো জায়গা দিতে হবে। একসময় তো যেতে হবে।
বিদায়ী মন্ত্রিসভায় বাণিজ্যমন্ত্রীর দায়িত্বে থাকা এই প্রবীন রাজনীতিক বলেন, আমার মনে হয় উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। নতুন যারা কেবিনেটে জায়গা পেয়েছেন তারা সবাই যোগ্য ও আমি মনে করি প্রধানমন্ত্রীর নেতৃত্বে তারা ভালোভাবেই সরকার পরিচালনা করে দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাবেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.