বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবাবপুর দোকান মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মামুন ও সাধারণ সম্পাদক শহিদুল হক সহিদ প্যানেল। এর আগে নবাবপুর দোকান মালিক সমিতির সভাপতি ছিলেন আওয়ামী লীগ নেতা খন্দকার মঈনুর রহমান (জুয়েল) ও সাধারণ সম্পাদক ছিলেন আওলাদ হোসেন। এছাড়া কমিটির সবাই ছিলেন আওয়ামী লীগ নেতা বা সমর্থনপুষ্ট।
জানা গেছে, কমিটির মেয়াদ শেষ হলেও কয়েক বছর ধরে অবৈধভাবে পদ দখল করে রেখেছিলেন জুয়েল-আওলাদ কমিটি। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর দোকান মালিক সমিতির নেতারা গা ঢাকা দেন। পরবর্তীতে সমিতির কার্যক্রম চালিয়ে নেয়ার জন্য নির্বাচন আয়োজন করা হলে আওয়ামী সমর্থিত কেউ মনোনয়ন দাখিল না করায় মামুন-সহিদ প্যানেল বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী হয়।
সাধারণ সম্পাদক শহিদুল হক সহিদ জানান, আগের কমিটির নেতারা নির্বাচন না দিয়ে অবৈধভাবে পদ আঁকড়ে ছিলেন। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সাথে সাথে তারাও গা ঢাকা দেন। নির্বাচন ঘোষণা করা হলে তারা কেউ অংশ নেননি।
২১ সদস্যের কমিটির অন্য সদস্যরা হচ্ছেন সিনিয়র সহসভাপতি কাজী সুলতান মাহমুদ, সহসভাপতি মো. মুসা ভূইয়া ও মো. ফরিদ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম ও মো. সাঈদ খান, কোষাধ্যক্ষ জালাল আহম্মেদ (নান্টু), সাংগঠনিক সম্পাদক মো. আয়নাল হোসেন, প্রচার সম্পাদক মো. আমির হোসেন, ক্রীড়া, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক উত্তম চক্রবর্তী, কার্যনির্বাহী সদস্য মো. জসিম উদ্দিন খান, আবুল হাসনাত (লরেল), মো. আলমাস বেপারী, মো. আসাদ চান্দিওয়ালা, মো. নুর হোসেন, মোহাম্মদ লিটন মিয়া, আফতাব উদ্দিন চৌধুরী, মো. সাঈদ, মো. ফারুক হোসেন ও মো. হানিফ রাজু।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.