পরিক্রমা ডেস্ক : শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে ০৭ জানুয়ারি ২০২৩ইং তারিখে নরসিংদী জেলার পাঁচদোনা এলাকায় অবস্থিত খন্দকার বাড়ি মিসবাহুল উলুম মডেল মাদ্রাসা (বালিকা শাখা) মাঠ প্রাঙ্গণে দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পরিচালক খন্দকার শাকিব আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। তাছাড়া একই দিনে পাটুয়া দারুস সালাম নুরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা, দক্ষিণ দাউদপুর দারুল উলুম কওমীয়া মাদরাসা, বসন্তপুর হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা এবং চৌয়া দারুলহুদা দাখিল কওমী ও হিফজ মাদরাসায় কম্বল বিতরণ করা হয়। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংকের মাধবদী শাখার ব্যবস্থাপক জনাব মোঃ জিয়াউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আ ফ ম সাঈদ হাসান কাজল, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার জনাব কামরুল হাসান তুহিন এবং সংশ্লিষ্ট মাদরাসার প্রিন্সিপালগণ-সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.