নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য সৈয়দ মোহাম্মদ ওবায়দুল্লাহ রিপনের পিতা সৈয়দ মোহাম্মদ শহিদুল্লাহ (৮৪) গত ১৫ নভেম্বর, ২০২৪ তারিখ শুক্রবার ভোররাতে নগরীর খুলনা হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন।
তাঁর মৃত্যুতে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে শনিবার বাদ আছর এক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সিরাজুল হক চৌধুরী। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কানাই লাল সরকার।
সভায় বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য পবিত্র কুমার সরকার, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড. মোঃ নওশের আলী মোড়ল এবং ব্যবসায় প্রশাসন ফ্যাকাল্টির ডীন ড. মোঃ রউফ বিশ্বাস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ আসাদুজ্জামান, বিভিন্ন বিভাগের প্রধানগণ, সহকারী প্রক্টরগণ এবং শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।
শোক সভা পরিচালনা করেন জনসংযোগ কর্মকর্তা মিনা অছিকুর রহমান দোলন। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল মুমীন নোমানী।
সভায় বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.