প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ২:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৩, ৪:১৮ পূর্বাহ্ণ
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পরিক্রমা ডেস্ক : আনন্দঘন পরিবেশে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে দু'দিন ব্যাপী আন্তঃ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নগরীর খালিশপুরস্থ পোর্ট কলোনী মাঠে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে দু’দিন ব্যাপী এ আন্তঃ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগ টুর্নামেন্টে অংশগ্রহণ করে। শনিবার বিকালে টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগ ৯৬ রানের টার্গেট বেধে দিলে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ৮ উইকেটের ব্যবধানে টার্গেট অর্জন করে চ্যাম্পিয়ন হয়। বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ডঃ মোঃ নওশের আলী মোড়ল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ডঃ মোঃ রউফ বিশ্বাস, প্রক্টর মোঃ ইনজামাম উল হোসেন, বিভাগীয় প্রধানগণ, সহকারী প্রক্টরগণ, শিক্ষার্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.