অর্থ আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলায় নর্থ সাউথ ইউনিভার্সিটি পাঁচ ট্রাস্টিসহ ছয় জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালত এ আদেশ দেন।
মামলার আসামিরা হলেন- নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান এবং মোহাম্মদ শাহজাহান। মামলার আরেক আসামি হলেন আশালয় হাউজিং ও ডেভলপারস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আমিন মো. হিলালী।
এদিন দুদকের আইনজীবী এই মামলার ছয় আসামীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। এর আগে গত রোববার আদালত ছয় আসামির আগাম জামিন নামঞ্জুর করেন।
প্রসঙ্গত, জমি কেনার নামে ৩০৩ কোটি ৮২ লাখ টাকা অতিরিক্ত ব্যয় দেখিয়ে তা আত্মসাত করার অভিযোগ ওঠে নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ ছয় জনের বিরুদ্ধে। এই ঘটনায় দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.