পরিক্রমা ডেস্ক : নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউট এবং বাংলাদেশে চীন দূতাবাসের যৌথ উদ্যোগে ২৭ আগস্ট ‘সিল্ক রোড চাইনিজ মিউজিক কনসার্ট’ অনুষ্ঠিত হয়। কনসার্টটির উদ্দেশ্য ছিলো দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং সহযোগিতা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক এবং রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. বুলবুল সিদ্দিকী।
বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উভয় জাতির প্রতি গভীর বোঝাপড়া এবং পারস্পরিক শ্রদ্ধা লালন করার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্ভাবনা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, “শিল্প হল সার্বজনীন ভাষা যা যে কোনও সম্পর্ককে অতিক্রম করে। শিল্প ও সংস্কৃতির মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলি।” অধ্যাপক আতিকুল ইসলাম চীনা ভাষা ও সাহিত্যের আরও গভীর উপলব্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন। সেই সাথে অদূর ভবিষ্যতে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চীনা ভাষার একটি বিভাগ খোলার ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন চীনের ‘গোল্ডেন বেল স্টারস’, নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন (এনএসইউএসএস) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সাংস্কৃতিক সংগঠন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.