বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এনএসইউ ডায়ালড-২৪ অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে ৪টি দলের মধ্যে জয়ী হয়েছে এনএসইউ ব্লু দল। এ দলের সদস্যরা হলেন আদিব ফয়সাল এবং সিয়াম মারজান।
গতকাল শনিবার বিকেলে এনএসইউ ডায়ালডের ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজর ওমার নাসিফ আব্দুল্লাহ।
এর আগে গত ১৮ অক্টোবর এনএসইউ ডায়ালড শুরু হয়। এনএসইউ ডিবেট ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী এই ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশের ৩৬টি দল একত্রিত হয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বুদ্ধিবৃত্তিক আলোচনায় অংশ নেয়।
প্রতিযোগিতার প্রতিটি রাউন্ডে দলগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। প্রতিটি বিতর্কে সুচিন্তিত যুক্তি ও যুক্তিখন্ডনের মাধ্যমে প্রতিযোগীরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.