বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : নাটোরের বাগাতিপাড়ায় সুস্থ যুবককে কবরে শুইয়ে মানুষের কাছ থেকে টাকা দাবির অভিনব প্রতারণার সময় পুলিশ তিনজনকে আটক করেছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার রহিমানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের নুরনগর গ্রামের মনোয়ার হোসেন, একই গ্রামের পলাশ ও ঝিনা গ্রামের সেলিম হোসেন। আটক তিনজনই বাঘা থানার চিহ্নিত মাদক কারবারি। তাঁদের মধ্যে বাঘা থানায় পলাশের বিরুদ্ধে পাঁচটি ও মনোয়ারের বিরুদ্ধে দুটি মাদকের মামলা রয়েছে।
বাগাতিপাড়া থানার এসআই খাইরুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার বিকেলে রহিমানপুর থেকে ফেরার সময় এক জায়গায় জনতার ভিড় দেখতে পাই। কাছে গিয়ে দেখি, সেলিম নামের এক যুবককে কবরে শুইয়ে মাটিচাপা দিয়েছে মনোয়ার ও পলাশ। এ সময় আর্থিক সাহায্য না করলে সেলিমের মৃত্যু হবে এবং সেলিমের মৃত্যু এলাকবাসীর জন্য অমঙ্গল বয়ে আনবে বলে দাবি করা হয়। এভাবে তারা উপস্থিত জনতার কাছ থেকে টাকাসহ বিভিন্ন জিনিসপত্র হাতিয়ে নিচ্ছিল। এ সময় সেলিমকে কবর থেকে উদ্ধার করার পাশাপাশি প্রতারণার ঘটনায় তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।’
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.