পাকিস্তানের সাবেক লেগ-স্পিনার দানিশ কানেরিয়াকে নিয়ে বিতর্ক এখনও শেষ হয়নি। এরই মধ্যে় পাকিস্তানে নতুন করে ধর্মীয় বিভাজন নিয়ে বিতর্ক তৈরি হল। এবারে কাঠগড়ায় শহিদ আফ্রিদি। একটি পুরানো ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন আফ্রিদি।
পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার একটি টেলিভিশন শোতে গিয়ে হিন্দুদের পূজা করার প্রক্রিয়াকে রীতিমতো কটাক্ষ করছিলেন। শুধু তাই নয়, মেয়ে পূজা করছিল বলে রেগে টিভি ভেঙে ফেলেন আফ্রিদি। সেটাও ফলাও করে ওই টিভি চ্যানেলে বলেছেন আফ্রিদি। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক।
পাকিস্তানে ভারতের বিরুদ্ধে ম্যাচ হারতে টিভি ভেঙে ফেলার একটা প্রবণতা দেখা যায়। অনেক পাকিস্তানিই হারের হতাশা এবং রাগে টেলিভিশন সেটটি ভেঙে ফেলেন। ওই টিভি শোয়ে আফ্রিদিকে প্রশ্ন করা হয় তিনি কখনও টিভি ভেঙেছেন কিনা। তার উত্তরে আফ্রিদি বলেন, “একবার আমি টিভি ভেঙেছি। আমার স্ত্রী মাঝে মাঝেই টিভি দেখতেন। তখন আমাদের এখানে স্টার প্লাসের নাটক চলত। তো আমি স্ত্রীকে বলতাম যে, তুমি একা একা টিভি দেখো। বাচ্চাদের এটার থেকে দূরে রাখো। কিন্তু এরপর একদিন হঠাৎ দেখলাম, টিভি চলছে। আর টিভিতে স্টার প্লাস চলছে। সেটা দেখে আমার মেয়ে পূজা করা শিখছিল। সেটা দেখার পর আমার খুব খারাপ লাগে এবং আমি টিভিটা ভেঙে ফেলি।”
আফ্রিদির এই মন্তব্যের ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা তাকে কটাক্ষ করছেন। উল্লেখ্য, শোয়েব আখতারের একটি মন্তব্য নিয়ে রীতিমতো তোলপাড় পাকিস্তানের ক্রিকেট মহল। টিভি শোয়ে গিয়ে আখতার বলেন, তার সতীর্থ দানিশ কানেরিয়া হিন্দু হওয়ায় তাকে ড্রেসিং রুমে হেনস্তার শিকার হতে হত। এরপর দানিশ নিজেও আসরে নামেন। এবং তার সঙ্গে হওয়া অন্যায় নিয়ে মুখ খোলেন। এই নিয়ে পাকিস্তান ক্রিকেটে রীতিমতো বিতর্ক চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.