বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : নেত্রকোনায় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। বুধবার সকালে জেলা সদরের মেদনী ইউনিয়নের দিগজান গ্রামের একটি বাজার থেকে মো. আব্দুল লতিফ মন্ডল (৭০) নামে চিহ্নিত ওই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে ডিবির ওসি এটিএম মাহমুদুল হক জানান, আটককৃত আব্দুল লতিফ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে নেত্রকোনায় মাদক সরবরাহ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল ট্রেকিং করে ডিবি পুলিশের একটি টিম দিগজান এলাকায় অভিযান চালায়। পরে ক্রেতা সেজে ১০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর দুপুরে তাকে কোর্টে প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.