বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : বোরকা নিষিদ্ধ করতে যাচ্ছে নেদারল্যান্ডস। চলতি বছরের আগস্ট থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। আইন অমান্য করলে গুনতে হবে জরিমানা।
ডাচ নিউজ জানায়, আইন অনুযায়ী প্রত্যেক মানুষকে রাস্তাঘাটে মুখ দেখিয়ে চলাফেরা করতে হবে, এমনটাই জানিয়েছে নেদারল্যান্ডসের প্রশাসন।
বোরকা পরে কোনো নারী রাস্তাঘাটে বের হতে পারবে না। এমনকি সরকারি বাস, ট্রেনে ওঠা যাবে না। সরকারি অফিসে কাজ করতে যেতে পারবে না। সে ক্ষেত্রে সেটি আইন লঙ্ঘন হিসেবেই ধরা হবে। এর দায়ে ওই নারীকে ১৫০ ইউরো জরিমানা দিতে হবে।
নেদারল্যান্ডস সরকার স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের কাছে এ বিষয়ে কঠোর নির্দেশনা পাঠিয়েছে। এমনকি রাস্তাঘাটে বোরকা পরিহিত কোনো নারীকে দেখলেই তাকে যেন এ বিষয়ে নিষেধ করা হয়, তার নির্দেশও দেওয়া হয়েছে।
এ বিষয়টি কেউ মেনে না চললে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। শুধু নেদারল্যান্ডসেই নয়, কয়েকদিন আগে শ্রীলঙ্কা এবং তিউনিসিয়াও বোরকা ও নিকাব নিষিদ্ধ করেছে প্রশাসন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.