বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : নোয়াখালীর চৌমুহনী উপজেলায় পিকআপভ্যান উল্টে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৯ জন।
রোববার সকাল ৭টার দিকে বেগমগঞ্জ-ফেনী সড়কের করিমপুর রোড সিঙ্গার অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি। তাদের সবার বাড়ি মোংলা ও খুলনা জেলায় এবং তারা নির্মাণ শ্রমিক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হুমায়ুন কবীর জানান, প্রতিদিনের মতো পিকআপভ্যানে নির্মাণ শ্রমিকরা ফেনী থেকে নোয়াখালীর একটি বহু ভবনে কাজ করার জন্য যাচ্ছিলেন।
সকাল ৭টার দিকে করিমপুর রোডের ভেতরের শাখা রোড থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা দ্রতবেগে প্রধান সড়কের ওপর উঠে যায়।
সেটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি আইল্যান্ডের ওপর উঠে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন এবং নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে আরও তিন শ্রমিকের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন অন্তত ১৯ জন।
এ ঘটনার পরপরই চৌমুহনী ফায়ার সার্ভিস ও মাইজদী ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বেগমগঞ্জ ১০ শয্যাবিশিষ্ট এবং বাকিদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.