সাকিব আল হাসানকে আইসিসি’র দেওয়া এক বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মাগুরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে মাগুরাবাসী ও খেলোয়াড়রা এই কর্মসূচির আয়োজন করে। এ সময় নো সাকিব, নো ক্রিকেট; ‘সাকিবকে দেওয়া নিষেধাজ্ঞা মানি না মানবো না’ বলে স্লোগান দেন বিক্ষোভকারীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় দলের সাবেক ফুটবলার মেহেদী হাসান উজ্জল, মাগুরার ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি, সাবেক ফুটবলার আকরাম হোসেন নান্নু, মহাসিন, আরিফসহ অনেকে।
বক্তরা বলেন, অন্যায়ভাবে সাকিবের ওপর এই নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়েছে। এই শাস্তি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা।
এদিকে আইসিসি ক্রিকেট বোর্ড সাকিবকে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট খেলা থেকে নিষিদ্ধ করার খবর শোনার পরপরই তার নিজ গ্রাম মাগুরার ক্রিকেটপ্রেমীরা তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন।
জেলার অন্যতম ক্রীড়া সংগঠক ও ইয়াং স্টার একাডেমির পরিচালক বারিক আনজাম বারকি বলেন, এক বছর সাকিব ক্রিকেট থেকে সরে থাকা মানে বাংলাদেশের জন্য বড় বিপর্যয় । সামান্য ভুলের কারণে তার এ ধরনের শাস্তি আমরা মাগুরাবাসী মেনে নিতে পারছি না । একজন ভালো খেলোয়াড় দলের জন্য খুবই জরুরি । অলরাউন্ডার সাকিব দলে থাকা মানেই দলের জন্য অনেক শক্তি ।
ক্রীড়া ধারাভাষ্যকার প্রদ্যুৎ কুমার রায় বলেন, ‘শুধু তার নিজ জেলা মাগুরা নয়,সারাদেশ আজ সাকিবের জন্য কাদঁছে । বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব বাংলাদেশের জন্য গর্বের । এক বছর ক্রিকেট থেকে সাকিব সরে থাকা মানে বাংলাদেশ দলের অনেক বড় ক্ষতি।
এ বিষয়ে সাকিব আল আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল কোনও মন্তব্য করতে রাজি হননি।
প্রসঙ্গত, জুয়াড়িদের কাছ থেকে প্রস্তাব পেয়েও তা গোপন করায় দুই বছরের জন্য নিষিদ্ধ হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দুই বছরের নিষেধাজ্ঞার শাস্তি দিলেও ভুল স্বীকার করায় তাকে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা দেয় আইসিসি। আইসিসির দুর্নীতিবিরোধী আইনের তিনটি ধারা ভেঙেছেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.