বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর বিমান হামলায় ১৭ আফগান পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪জন।
হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন আফগানিস্তানের প্রাদেশিক কাউন্সিলের প্রধান আতাউল্লাহ। তিনি জানান, হেলমান্দ-কান্দাহার মহাসড়কের নাহার সিরাজ এলাকায় ন্যাটো বাহিনী এ হামলা চালায়।
তিনি জানান, দক্ষিণাঞ্চলীয় ওই প্রদেশটিতে তালেবানের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে ভুল করে পুলিশের ওপর বিমান হামলা হয়। এতে ১৭ জন পুলিশ নিহত ও ১৪ জন আহত হন।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং হেলমান্দ প্রদেশের গভর্নর মোহাম্মদ ইয়াসিন জানিয়েছেন, বিমান হামলার বিষয়ে তদন্ত চলছে।
এক বিবৃতিতে এ হামলার জন্য মার্কিন বাহিনীকে দায়ী করেছে তালেবান।
এর আগেও মার্কিন বিমান হামলায় অনেক সরকারি কর্মকর্তা ও পুলিশ এবং বেমামরিক মানুষ প্রাণ হারিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.