পরিক্রমা ডেস্ক : প্রথাগত ব্যাংকিং এর পাশাপাশি চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক লিমিটেড এবার ”পদ্মা ব্যাংক ইসলামী ব্যাংকিং” সেবা নিয়ে আসছে। ইতোমধ্যে কতিপয় শাখায় ইসলামী ব্যাংকিং উইন্ডো খোলার উদ্যোগ নেয়া হয়েছে। হেড অব ইসলামী ব্যাংকিং এবং এসইভিপি হিসাবে ইসলামী ব্যাংকিং কার্যক্রমে অভিজ্ঞ সেলিম আনোয়ার যোগদান করেছেন।
পদ্মা ব্যাংকে যোগদানের আগে সেলিম আনোয়ার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ইন্টারনাল কন্টে্রাল অ্যান্ড কমপ্লায়েন্স উইংয়ের প্রধানের দায়িত্বে থাকা অবস্থায় স¤প্রতি অবসর গ্রহণ করেন। ১৯৯২ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশে ব্যাংকিং কর্ম জীবন শুরু করেন তিনি। সুদীর্ঘ প্রায় ৩০বছরের কর্মজীবনে সেলিম আনোয়ার বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের বাণিজ্যিক বিনিয়োগ বিভাগ, বিনিয়োগ নীতি ও পরিকল্পনা বিভাগ ও মুশারাকা বিভাগে দায়িত্ব পালন করেন। এছাড়া দুটি কর্পোরেট শাখা সহ ১৬ বছর বিভিন্ন শাখায় শাখা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
ইসলামিক ব্যাংকিং নিয়ে দেশ বিদেশে অসংখ্য প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে সেলিম আনোয়ারের।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.