প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ১০:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৬, ২০২৫, ৩:১৯ অপরাহ্ণ
পপুলার লাইফের আলোচনা সভা জনগুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ করুন যাতে দেশ ও জনগণ উপকৃত হয়: আমির খসরু
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বীমা কোম্পানিগুলো সামাজিক নিরাপত্তা নিয়ে ছোট ছোট অনেক কাজ করেন। তাদের সিএসআর (করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি) ফান্ডের অর্থ বিভিন্ন খাতে বিনিয়োগ করে থাকেন। এক্ষেত্রে বীমা কোম্পানিগুলোর এই অর্থ এমন জনগুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ করা প্রয়োজন যাতে দেশ ও জনগণ উপকৃত হয়। যা কোম্পানিগুলোর আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিবে। একইসঙ্গে তাদের ব্যবসাও বাড়বে।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘কর্মসংস্থান, দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে পপুলার লাইফের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ এসব কথা বলেন। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এই আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী। বীমা কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী অনুষ্ঠানের আলোচক ছিলেন। ধন্যবাদ জ্ঞাপন করেন কোম্পানিটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
আমির খসরু বলেন, কোন বীমা কোম্পানির সম্পদ যদি না বাড়ে তাহলে সে কোম্পানি দীর্ঘ সময় টিকে থাকতে পারবে না। কোম্পানি যত ব্যবসা করুক সম্পদ বাড়তে হবে। তাহলে সবাই লাভবান হবে। তিনি আরো বলেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আমাদের অনেক স্মৃতি। এটা আমাদের একটি পরিবার। আমরা এটাকে কোম্পানি মনে করিনি, পরিবার মনে করেছি। তবে আমার ব্যস্ততার কারণে সময় দিতে পারিনি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.