যথাযোগ্য মর্যাদায় বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস—২০২২ পালিত হয়েছে। ১৭ মার্চ, বৃহস্পতিবার সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ৯টা ১৫ মি: বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্ত্বরে বঙ্গবন্ধু’র আবক্ষ ভাস্কর্য ও একাডেমিক ভবনের সম্মুকে অবস্থিত বঙ্গবন্ধু’র মুর্যাল এ পুষ্পস্তবক অর্পণ করেন মাননীয় ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত । সকাল ৯.৩০টায় স্বাধীনতা চত্বর থেকে এক বণার্ঢ্য শোভাযাত্রা বের হয়ে সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। ৯. ৪০ মি. দেয়ালিকা উন্মোচন এবং ৯.৫০ মি: কেক কাটেন ভাইস—চ্যান্সেলরের নেতৃত্বে সকল শিক্ষক—কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
সকাল ১০.১০ মি: কেন্দ্রীয় গ্রন্থাগারে Remote access এর উদ্বোধন করা হয়। সকাল ১০.১৫ মি: কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে সংশ্লিষ্ট কমিটির সভাপতি ও কৃষি অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মাননীয় ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সকাল ১০.১৫ টায় সৃজনী বিদ্যানিকেতনে শিশু কিশোরদের জন্য বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতা এবং বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া—মোনাজাত এবং দুপুর ১টা ৩০ মি. কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.