পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। আজ সোমবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসনিক ভবনসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর সকাল ৯ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড কাজী রফিকুল ইসলাম, উপ উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, ট্রেজারার অধ্যাপক আবদুল লতিফ ও প্রক্টর ড. আবুল বাশার খান।
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ছাত্র বিষয়ক উপদেষ্টা, বিভিন্ন প্রতিষ্ঠান, অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক সমাজ, কর্মকর্তারাসহ অন্যান্য প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন
পুষ্পস্তবক অর্পণ করে।
পরে শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, 'মহান বিজয় দিবস উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।আমি শ্রদ্ধাভরে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের স্মরণ করছি ও তাদের রুহের মাগফিরাত কামনা করছি।'
পরে সৃজনী বিদ্যানিকেতনে শিশু কিশোরদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও খেলাধুলা অনুষ্ঠিত হয়। বেলা ১০টা থেকে কেন্দ্রীয় স্টেডিয়ামে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রীতি ক্রিকেট, ফুটবল ও ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.