গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন ছেংগারচর হাই স্কুল প্রাক্তন ছাত্র/ছাত্রী কল্যাণ সমিতির নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। রোববার বিকাল ৩টায় প্রতিমন্ত্রীর নিজ কার্যালয়ে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা। এসময় কমিটির নির্বাচিত সভাপতি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. শাহ আলম ও কমিটির সাধারণ সম্পাদক স্কুল প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ লায়ন আলহাজ্ব মোঃ আরিফ উল্যাহ সরকার বিদ্যালয়ের নানাবিধ সমস্যা তুলে ধরেন। নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আপনাদের উদ্যোগ প্রসংশনীয়। শিক্ষা এবং বিদ্যালয়ের মান উন্নয়নে আমি আপনাদের যথাযথ সহযোগিতা করে যাবো।
এসময় নির্বাচিত কমিটির সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জন প্রশাসন মন্ত্রণালয় এর সাবেক যুগ্ম সচিব মোঃ ইব্রাহীম খলিল, বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, ঢাকা শাহিন স্কুল এন্ড কলেজের শিক্ষক এস.এম ওবায়েদ উল্যাহ, যুগ্ম-সম্পাদক মোঃ আব্দুল খালেক ও মোঃ রেফায়েত উল্যাহ দর্জি, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মঞ্জুর আহাম্মদ টিটু, প্রচার ও জনসংযোগ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার প্রধান, সহ-প্রচার ও জনসংযোগ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন (শওকত), দপ্তর সম্পাদক মোঃ সরফুদ্দিন শাওন, আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার জুয়েল সরকার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইঞ্জি. মজিবুর রহমান খোকন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ গোলাম হোসেন সরদার, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য মোঃ নূরে আলম দর্জি, মোঃ শাহান শাহ কামাল (বাবু) ও মোঃ সোহেল আলম প্রমূখ
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.