কুমিল্লা, ২ আগস্ট ২০২৫ — শিক্ষা ও সমাজ উন্নয়নের মুখপত্র বিশ্ববিদ্যালয় পরিক্রমা-এর উদ্যোগে বৃহত্তর কুমিল্লা অঞ্চলের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও “শিক্ষা ও সংস্কৃতির বিকাশ, মাদক নিয়ন্ত্রণ, শ্রমবাজার ও শিল্পমুখী কার্যক্রম এবং সমাজ উন্নয়ন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২টা ৪০ মিনিটে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জমকালো আয়োজনে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। প্রধান আলোচক ছিলেন রেজা গ্রুপের চেয়ারম্যান ড. এ কে এম সাহিদ রেজা। উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ড. জমিরুল আকতার। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় পরিক্রমা-এর প্রধান সম্পাদক ও প্রকাশক হারুন অর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মোহাম্মদ আব্দুল হাফিজ, প্রধান শিক্ষক কুমিল্লা জিলা স্কুল; ডা. এ কে এম আবদুস সেলিম, কনসালট্যান্ট ফ্যামিলি ফিজিশিয়ান ও সনোলজিস্ট; অ্যাডভোকেট এ.কে.এম ইকবাল কবির, জর্জ কোর্ট কুমিল্লা; বিশিষ্ট রাজনীতিবিদ মো. শফিকুল ইসলাম; এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক মো. বজলুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা নির্ধারিত আসনে বসে, এরপর অতিথিদের মঞ্চে আসন গ্রহণ করানো হয়। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। সভাপতির স্বাগত বক্তব্যে হারুন অর রশিদ বলেন, “শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে পরিবারের পাশাপাশি সমাজকেও এগিয়ে আসতে হবে।”
শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েকজন তাঁদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। বিশেষ অতিথিরা বক্তব্যে নিয়মিত অধ্যয়ন, নৈতিকতা, দেশপ্রেম ও মাদকবিরোধী সচেতনতার ওপর গুরুত্ব দেন।
প্রধান আলোচক ড. এ কে এম সাহিদ রেজা বলেন, “প্রযুক্তি, দক্ষতা, সততা ও দেশপ্রেম—এই চারটি গুণ অর্জন করতে পারলেই শিক্ষার্থীরা যেকোনো ক্ষেত্রে সাফল্য অর্জন করবে।”
প্রধান অতিথি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল তাঁর বক্তব্যে বলেন, “আজকের কৃতীরা আগামী দিনের আলোকবর্তিকা। তারা যেন বিশ্বমানের জ্ঞান ও নৈতিকতায় গড়ে ওঠে—এই কামনা করি।”
বিকেল ৪টা ৫০ মিনিটে অতিথিরা কৃতীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। এরপর শিক্ষার্থীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, কবিতা ও নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষকরা শিক্ষার্থীদের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন।
অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করেছে PRAN-RFL Group, GREE, KONKA ও Electromart। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.