গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জুনদহ নামক এলাকায় শনিবার সকালে রংপুর-ঢাকা মহাসড়কে বাসচাপায় আব্দুর রাজ্জাক (৪৮) নামে এক ভ্যান চালক গুরুতর আহত হয়েছে। আব্দুর রাজ্জাক মিয়া উপজেলার বরিশাল ইউনিয়নের পশ্চিম গোপিনাথপুর গ্রামের শুকরু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, রোমার এন্ট্রার প্রাইজ (ঢাকা-মেট্রো-ব-১৪-২৫৩০) বাসটি ফেনী থেকে রংপুর যাচ্ছিল। পথে জুনদহ এলাকায় মহাসড়কে অটোভ্যানটি ঘুরানোর সময় যাত্রীবাহী বাসটি ভ্যানটিকে চাপা দেয়। এতে আব্দুর রাজ্জাক গুরুতর আহত হয়। স্থানীয় তাকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.