ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচ শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
তিনি বলেন, ‘দীর্ঘদিন শিক্ষা ছুটিতে থাকা এবং নির্দিষ্ট সময়ে চাকরিতে যোগ না দেওয়ায় এই সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।’
জানা যায়, শিক্ষা ছুটি শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মস্থলে যোগদান না করায় চাকরিচ্যুত করা হয় চার জন শিক্ষককে। এছাড়া একজন শিক্ষকের পদত্যাগের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চাকরি থেকে অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন−পপুলেশন সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক কামরুল ইসলাম, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ইয়াসমিন আকতার ও মো. মহসীন, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক রাদিয়া তাইসির ও সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আজমেরী ফেরদৌস।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.