বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক : ‘শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ’ এ স্লোগানে খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের তালতলা, কানাইডাঙ্গা, চিনেমোলা, গোয়ালবাথান ও শ্রীফলতলা গ্রামের ২২০০ পরিবারের মধ্যে ৪৮ কিলোমিটার নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। গত বৃহস্পতিবার বিকেলে বিদ্যুৎ লাইনের উদ্বোধন শেষে বিদ্যুতায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু এমপি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, পাইকগাছা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ রেজয়াত আলী, আ’লীগ নেতা দিপক কুমার মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, হারুন আর রশীদ, উপজেলা যুবলীগ নেতা আঃ রাজ্জাক রাজু, এম এম আজিজুল হাকিম, রাজিব গোলদার, মোস্তাফিজুর রহমান মিন্টু, মৃগাঙ্ক বিশ্বাস, হাসানুর রহমান হাসান, গৌতম সানা, পাইকগাছা পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি, ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান নয়ন, শংকর মন্ডল, শাহিন শাহ বাদশা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.