বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : পাকিস্তানের ক্রিকেটার আসিফ আলির দুই বছর বয়সী মেয়ে নূর ফাতিমা মারা গেছে। চতুর্থ ধাপের ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয়।
পাকিস্তান সুপার লিগে আসিফ আলির দল ইসলামাবাদ ইউনাইটেড রোববার এক বিবৃতিতে বলেছে, ‘আসিফ আলির কন্যার মৃত্যুতে আইএসএলইউ পরিবার গভীরভাবে সমবেদনা জানাচ্ছে। আসিফ ও তার পরিবারের জন্য প্রার্থনা করছি। আসিফ শক্তি ও উৎসাহের প্রতীক। তিনি আমাদের জন্য একটি অনুপ্রেরণা।’
চতুর্থ ধাপের ক্যান্সারে মৃত্যু অনেকটাই অবধারিত জেনেও শেষ চেষ্টা হিসেবে মেয়েকে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়েছিলেন চিকিৎসার জন্য।
এরই মাঝে স্বাগতিক ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের হয়ে খেলেন। ইংল্যান্ড থেকে আসিফ যুক্তরাষ্ট্রে গেছেন মেয়ের মুখটি শেষবারের মতো দেখার জন্য।
ইংল্যান্ড যাওয়ার আগে ২৭ বছর বয়সী এ ব্যাটসম্যান টুইটারে জানান, ‘আমাদের মেয়ে চতুর্থ ধাপের ক্যান্সারে আক্রান্ত। আমরা তাকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাচ্ছি।’
ইংল্যান্ডে আসন্ন বিশ্বকাপে পাকিস্তান দলে অবশ্য জায়গা হয়নি আসিফের।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.