বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : ভারত-পাকিস্তানকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি প্রতিবেশী চীন। উত্তর কোরিয়াকেও এ মর্যাদা দেয়ার সম্ভাবনাও নাকচ করে দিয়েছে বেইজিং। -খবর এনডিটিভির
ভিয়েতনামের হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে দ্বিতীয় বৈঠক ব্যর্থ হওয়ার পর চীনের পক্ষ থেকে এমন বক্তব্য এসেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাংক এক সংবাদ সম্মেলনে বলেন, ভারত-পাকিস্তানকে কখনোই পরমাণু শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি চীন। এ ক্ষেত্রে আমাদের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না।
উত্তর কোরিয়াকে পরমাণুশক্তিধর দেশ হিসেবে চীন কখনো স্বীকৃতি দেবে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
৪৮ সদস্যের পরমাণু সাপলায়ার্স গ্রুপের (এনএসজি) সদস্য হওয়ার ক্ষেত্রে ভারতের চেষ্টাকে থামিয়ে দিয়েছে চীন। ভারত এখনো পরমাণু অস্ত্রবিস্তার রোধ চুক্তিতে সই করেনি।
এনএসজি সদস্য হতে ভারত আবেদন করার পর পাকিস্তানও একই কাজ করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.