পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা সাদামাটা করে দুই পাক ওপেনার ফখর জামান ও ইমাম উল হক। টাইগার বোলারদের দেখে শুনে খেলেন এই দুই ওপেনার। ইনিংসের শুরুতেই বাংলাদেশ বোলিং আক্রমণ শুরু করে স্পিনার দিয়ে। অফ স্পিনার মেহেদি মিরাজের পরে বোলিংয়ে আসেন সাইফউদ্দিন। নিজের প্রথম তিন ওভারে সাফল্য না পেলেও। চতুর্থ ওভারে এসেই দ্রুতই ফখর জামান এর উইকেট তুলে নেন সাইফউদ্দিন। অফ স্টাম্পের বাইরের বলে পয়েন্টে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যায় ফখর জামান। এই ব্যাটসম্যান আউট হওয়ার আগে করে ৩১ বলে মাত্র ১৩ রান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ১০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ৩৮ রান। ইমাম উল হক ১১ ও বাবর আজম ১৪ রানে অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৩৮/১ (১০ ওভার)
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান
পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হরিস সোহেল, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, শহিন আফ্রিদি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.