বিশ্ববিদ্যালয় পরিবক্রমা : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার রুবেল হোসেনের স্ত্রী দোলা হোসেন একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে সন্তানের জন্ম দেন তিনি। গত ঈদের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সু-সংবাদ দিয়েছিলেন রুবেল হোসেন। বলেছিলেন- সন্তানের বাবা হতে যাচ্ছি।
আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পুত্র সন্তানের বাবা হওয়ার খবর জানিয়ে রুবেল বলেন,‘আলহামদুলিল্লাহ্। আল্লাহ্ এর অশেষ রহমতে পুত্র সন্তানের বাবা হলাম। বাচ্চা এবং মা উভয়ই সুস্থ আছে। সবাই দু'য়া করবেন।’
এরআগে গত কোরবানির ঈদের আগে রুবেল ভক্তদের জানিয়েছিলেন, ‘আলহামদুলিল্লাহ্। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আল্লাহর অশেষ রহমতে আমি সন্তানের বাবা হতে যাচ্ছি এবং আমার স্ত্রী মা হতে চলেছে। সবাই আমার স্ত্রীর জন্য ও অনাগত সন্তানের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ্ সুস্থভাবে যেন সে পৃথিবীর আলো দেখতে পারে। আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থনা করছি।’
সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে ছিলেন রুবেল। এজন্যই এ ডানহাতি পেসার আসন্ন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট না খেলার সিদ্ধান্ত নেন। বোর্ডের কাছ থেকে ছুটিও চেয়ে নেন তিনি। এর আগে ২০১৬ সালে অনেকটা গোপনেই দোলার সঙ্গে বিয়ে করেছিলেন রুবেল হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.