বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : পুরান ঢাকায় আগুন লেগে কয়েকটি প্লাস্টিক কারখানা পুরোপুরি পুড়ে গেছে।চকবাজার থানা এলাকার ইসলামবাগে অবস্থিত কারখানাটিতে বৃহস্পতিবার দুপুরে আগুন লাগে। দুই ঘণ্টার মাথায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে ছাই হয়ে যায় কারখানায় থাকা প্লাস্টিক পণ্য। এছাড়া আগুনে পুড়ে যায় কারখানা সংলগ্ন কয়েকটি ঘরও। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বৃহ্স্পতিবার দুপুর পৌনে ১টার দিকে ইসলামবাগের বাগানবাড়ি এলাকায় প্রথমে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি ছোট প্লাস্টিক কারখানা ও বসতবাড়িতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার মাথায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিকেল ৪টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
চকবাজার থানার এসআই আসাদুজ্জামান বলেন, একটি বড় টিনশেডের মধ্যে ছোটো ছোটো ঘরে একাধিক কারখানা রয়েছে। পাশে টিনশেডের বসত ঘরও রয়েছে। সেগুলো পুড়ে ছাই হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, বাগানবাড়ি এলাকাটা ঘিঞ্জি এলাকা। একটির সঙ্গে আরেকটি লাগোয়া বাড়ি। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.