পরিক্রমা ডেস্ক : সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-৩ সমতা। সংখ্যার খেলাই বলে দেয় মাঠের খেলায়ও হাড্ডাহাড্ডি ছিল পাকিস্তান-ইংল্যান্ড। শেষ পর্যন্ত ডেডলক ভেঙে পাকিস্তান থেকে সিরিজ জয় করেই দেশে ফিরছেন মঈন আলীরা।
নিয়মিত অধিনায়ক অসুস্থ থাকাই অভিজ্ঞ ব্যাটার মঈনের কাঁধেই কাপ্তানির ভার দিয়েছিল ইংলিশরা।
মঈন শেষ পর্যন্ত ইংরেজদের মুখ উজ্জ্বল করতে পেরেছেন, সিরিজে ৪-৩ ব্যবধানে হারিয়েছেন পূর্বপুরুষের আদিভূমি পাকিস্তানকে।
অবশ্য পাকিস্তান সফর নিয়ে মঈন আগেই বলেছিলেন, পাকিস্তান মানেই তার কাছে অন্যরকম অনুভূতি।
সিরিজ জয় করেই দাদার দেশের প্রশংসায় মগ্ন হলেন মঈন আলী। বললেন, ‘এই আতিথেয়তা বিশ্বের অন্যতম সেরা আপ্যায়ন। এই মানুষেরা আমাদের ভালো যত্ন করেছে, তারা খুবই চমৎকার। এমন দীর্ঘ সময় এখানে থাকাটাকে আমরা উপভোগ করেছি। সবমিলিয়ে এটা ছিলো অসাধারণ।’
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.