বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া লোকাল ও মেইল সব ধরনের ট্রেন বন্ধ করা হয়েছে।
রেল দফতর থেকে ঘোষণা আসার পর মঙ্গলবার থেকে এসব ট্রেন বন্ধ করে রেলওয়ে পূর্বাঞ্চল।
এদিকে বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ আলম। সে হিসেবে ২৬ মার্চ থেকে দেশের সব ট্রেন চলাচল বন্ধ।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ২২টিরও বেশি ট্রেন বন্ধ রাখার প্রস্তাব দেওয়ার পর আজস (মঙ্গলবার) থেকে সব লোকাল ও মেইল ট্রেন বন্ধ রাখতে বলা হয়েছে। এছাড়া আন্তঃনগর ট্রেনও কয়েকদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.