পরিক্রমা ডেস্ক : ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো পেলের শেষকৃত্যে গিয়ে এই কিংবদন্তির নামে সব দেশে স্টেডিয়াম বানানোর আহ্বান জানিয়েছিলেন। ফুটবলে পেলের অবদানের প্রতিদান হিসেবেই এমনটা করার আহ্বান জানান তিনি।
এরইমধ্যে শুরু হয়ে গেছে সেই প্রক্রিয়া। মধ্য আটলান্টিকের দ্বীপপুঞ্জ দেশ কেপভার্দে তাদের জাতীয় স্টেডিয়ামের নাম বদলে পেলের নামে রাখার ঘোষণা দিয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন। কেপভার্দের রাজধানী প্রাইয়ার বাইরে অবস্থিত এস্তাদিও ন্যাসিওনাল দে কাবো ভার্দে স্টেডিয়াম। ১৫ হাজার আসনের এই স্টেডিয়াম দেশটির জাতীয় স্টেডিয়াম।
২০১২ সালে নির্মাণকাজ শেষ হলেও উদ্বোধন করা হয় ২০১৪ সালে। এই স্টেডিয়াম নাম পাল্টে পেলের নামে রাখা হবে বলে জানিয়েছে বিবিসি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.