বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : জাপানের টোকিও শহর। সকল কাজ সেখানে দ্রুত গতিতে হয়। বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ট্রেনও চলাচল করে এই শহরে। কিন্তু কে ভেবেছিল যে একটি ছোট পোকা এই গোটা শহরের গতিকে নিচে নামিয়ে ছাড়বে।
এমনটাই ঘটেছে এই শহরে। শামুকের মতো দেখতে একটি প্রাণী আটকে দিয়েছে এই শহরের ২৬টি ট্রেন। হাজার হাজার যাত্রীকে নাস্তানাবুদ করে ছেড়েছে ওই ছোট পোকাটি।
জাপানের কিয়ুসু রেল দপ্তর জানিয়েছে, রেলের একটি বৈদ্যুতিক যন্ত্রের ওপর দিয়ে চলাচল করছিল ওই ছোট্ট প্রাণীটি। তখনই শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই শহরের একাধিক শাখার ট্রেন মুহূর্তে থমকে যায়। শর্ট সার্কিটে পোকাটির মৃত্যুও হয়
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.