সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে ৬১ রানে হারল আফগানিস্তান। নাসুমের ঘূর্ণিতে ১৭ ওভার ৪ বলে সব কয়টি উইকেট হারিয়ে ৯৪ রান তুলতে পারে রশিদ-নবীরা।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ফজলহক ফারুকির শিকার হয়ে ৫ বলে ২ রান করে সাজঘরে ফেরেন নাঈম শেখ। আরেক ওপেনার মুনিম শাহরিয়ার রাশিদ খানের শিকার হয়েছেন। ১৮ বলে ১৭ রান করে ফিরেছেন সাজঘরে। অলরাউন্ডার সাকিব আল হাসান ৬ বলে করেছেন পাঁচ রান।
তবে অন্যপ্রান্তে সেট হয়ে দারুণ খেলছিলেন লিটন। মাহমুদউল্লাহকে নিয়ে ভালো খেলার ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। তবে টাইগার অধিনায়ক ৭ বলে ১০ রানের বেশি করতে পারেননি। তবে একমাত্র লিটন দাসই বলার মতো রান তুলতে পেরেছেন। ৪৪ বলে ৬০ রান করেন তিনি। আর আফিফ হোসাইন করেছেন ২৪ বলে ২৫ রান। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৫৫ রান।
জবাবে ব্যাট করতে নেমে মোটেও ভাল শুরু করতে পারেনি আফগানিস্তান। নাসুমের একের পর এক আঘাতে বিধ্বস্ত হয় আফগান শিবির। প্রথম চার উইকেট একাই নিয়েছেন তিনি। চার ওভারে দিয়েছেন মাত্র ১০ রান।
তবে মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ নবী এবং নজিবুল্লাহ জাদরান আশা জাগিয়েও বেশি দূর এগোতে পারেননি। নবী করেছেন মাত্র ১৬ রান। আর জাদরান তুলতে পেরেছেন ২৭ রান। এছাড়া আজমতুল্লাহ ওমরজাই ২০ রানে সাজঘরে ফেরেন। আফগানদের এই তিন ব্যাটসম্যান ছাড়া আর কেউই দুই অঙ্কের রান পেরোতে পারেননি।
নাসুমের চার উইকেট ছাড়াও সাকিব ৪ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। আর শরিফুল ৩ ওভার ৪ বলে ২৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।
অন্যদিকে, বল হাতে আফগানিস্তানের ফারুকি ও ওমরাজাই ২টি করে উইকেট পেয়েছেন। আর রশিদ ও কায়েস একটি করে উইকেট নেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.