বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে প্রথম ম্যাচে মাঠে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষ ছিল ক্রিস্টাল প্যালেস। কিন্তু প্রত্যাশা আর প্রাপ্তির সম্মিলন ঘটেনি। লিগের প্রথম ম্যাচেই ৩-১ ব্যবধানে হেরে গেছে রেড ডেভিলসরা। ছয় বছর পর ঘরের মাঠে লিগের প্রথম ম্যাচে হার মানলো ম্যানইউ।
শনিবার ৭ মিনিটেই পিছিয়ে পড়ে ম্যানইউ। এ সময় অ্যান্ড্রোস টাউনসেন্ড গোল করে এগিয়ে নেন ক্রিস্টাল প্যালেসকে। প্রথমার্ধে এই একটি গোলই হয়। বিরতির পর ৭৪ মিনিটে পেনাল্টি পায় ক্রিস্টাল। পেনাল্টি থেকে ম্যানইউর সাবেক ফুটবলার উইলফ্রেড জাহা গোল করে ব্যবধান ২-০ করেন। অবশ্য ৮০ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নামা ডনি ফন ডে বেক ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অভিষেক ম্যাচেই গোল করে ব্যবধান কমান।
কিন্তু শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি তারা। ৮৫ মিনিটে জাহা তার দ্বিতীয় গোলটি করে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.