বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, কক্সবাজার সদর মডেল থানার প্রত্যাহার হওয়া ওসি সৈয়দ মো. শাহাজাহান কবির এবং কক্সবাজার থানার বর্তমান ভারপ্রাপ্ত ওসি মাসুম খানসহ ১৯ জনের বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
আজ রোববার কক্সবাজার আদালতে এ সংক্রান্ত একটি ফৌজদারি দরখাস্ত দাখিল করেছেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়ার মীর আহমদ সিকদারের ছেলে বদিউল আলম সিকদার।
প্রাথমিক শুনানি শেষে উল্লেখিত হত্যাকাণ্ডের বিষয়ে থানায় কোনো মামলা দায়ের করা হয়েছিল কি না, সে বিষয়ে ৩১ আগস্টের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য কক্সবাজার সদর মডেল থানার ওসিকে আদেশ দিয়েছেন কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-৪ এর বিচারক তামান্না ফারাহ।
বাদীর আইনজীবী এস এম শহীদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বদিউল আলম সিকদার তার আবেদনে বলেন, ‘পুলিশের তিন কর্মকর্তা পরস্পর সহযোগিতা ও যোগসাজশে আমার ভাই হোয়াইক্যং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাবুলকে গত ২৩ ফেব্রুয়ারি রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর এলাকায় হত্যা করেন।’
টেকনাফ উপজেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর জানান, নিহত মোহাম্মদ আলম বাবুল হোয়াইক্যং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.