শনিবার সকাল ১০টায় উদ্বোধন হবে বহুল প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতুর। সেই স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে রাজধানীতে বিশাল আনন্দ মিছিল ও শোভাযাত্রা করেছে ঢাকা-৫ আসনের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়ের শুরুর স্থান রাজধানীর ধোলাইপাড়ে এ কর্মসূচি পালিত হয়।
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ঢাকা-৫ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কামরুল হাসান রিপনের নেতৃত্বে মিছিলটি রাজধানীর ধোলাইপাড় থেকে শুরু হয়ে যাত্রাবাড়ী হয়ে সেখানকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ধোলাইপাড় এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে প্রায় পাঁচ সহস্রাধিক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
নানা রং ও ঢংয়ের ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে নেচে গেয়ে আনন্দ মিছিলে তারা অংশ নেন। এ সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
আনন্দ শোভাযাত্রা শেষে কামরুল হাসান রিপন সাংবাদিকদের বলেন, বাংলাদেশের মানুষের কাছে আজ প্রাপ্তির আনন্দ, আমরাও পারি সেটা মাথা উচু করে প্রমাণ করার আনন্দ, আমরা বীরের জাতি সেটাই আরেকবার জানানোর আনন্দ। আর এই আনন্দ, উৎসবের যিনি কারিগর ও আধুনিক বাংলাদেশের রূপকার, তিনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি না থাকলে পদ্মা সেতু হতো না।
তিনি আরো বলেন, বিশ্বব্যাংক অর্থায়ন থেকে সরে যাওয়ার পরও যিনি নিজস্ব অর্থায়নে সেতু করার সিদ্ধান্ত নিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা বলেই সেটি সম্ভব হয়েছে। পদ্মা সেতু হলো দেশের সক্ষমতার প্রতীক।
ওয়ারী থানা আওয়ামী লীগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক প্রচেষ্টায় দক্ষিণ-দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শুক্রবার আনন্দ মিছিল করেছে ওয়ারী থানা আওয়ামী লীগ।
থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলুর নেতৃত্বে সাধারণ সম্পাদক হাজী আবুল হোসেনসহ থানা-ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে চৌধুরী আশিকুর রহমান লাভলু বলেন, বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে উদ্বোধন হতে যাচ্ছে পদ্মা সেতু। বঙ্গবন্ধু কন্যা যা বলেন, তা করে দেখান। আজকে আবারো দেশবাসীর কাছে এটা প্রমাণিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.