বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী আতিকুল ইসলাম এবং ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
শনিবার রাত ৯টার দিকে গণভবনে যান দুজন। গিয়ে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। সেই ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন আতিকুল।
ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দুই মেয়র প্রার্থী।
শনিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ হয়। এ প্রথম প্রতিটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হলো।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.