বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক :বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বিদায়ী সাক্ষাৎ করেছেন।
বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী বৈঠকে নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে এডমিরাল নিজামউদ্দিন আহমেদ এর ভূমিকার প্রশংসা করেন। এডমিরাল নিজামউদ্দিন আহমেদও এ সময় তাঁর দায়িত্ব পালনকালে এবং নৌবাহিনীকে শক্তিশালীকরণে প্রধানমন্ত্রীর সহযোগিতার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এডমিরাল নিজামউদ্দিন আহমেদ বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে ২০১৬ সালের ২৭ জানুয়ারি দায়িত্বভার গ্রহণ করেন এবং ২০১৯ সালের ২৬ জানুয়ারি তিনি অবসরে যাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.