পরিক্রমা স্পোর্টস ডেস্ক
লিগ দুই ম্যাচ আগেই জিতেছে রেয়াল মাদ্রিদ। গত পরশু নিজেদের প্রিয় সিবেলেস চত্বরে গিয়ে নেচে গেয়ে উদ্যাপন করেছেন ভিনিসিয়ুস জুনিয়র-কার্লো আনচেলত্তিরা। এমন ফুর্তিতে সময় কাটিয়েও ধার কমেনি স্প্যানিশ চ্যাম্পিয়নদের। গতকাল ঘরের মাঠে আলাভেসকে ৫-০ গোলে উড়িয়ে ১ জুন চ্যাম্পিয়নস ফাইনালের জন্য নিজেদের প্রস্তুতি সেরেছে মাদ্রিদ।
লা লিগায় আর মাত্র দুই ম্যাচ বাকি আছে মাদ্রিদের। সে দুই ম্যাচকে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের প্রস্তুতি হিসেবে নিয়েছেন আনচেলত্তি, ‘এই ম্যাচগুলো ছন্দ ঠিক রাখা, দলের ডায়নামিক ধরে রাখা, অনুপ্রেরণা ও খেলার মান ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ। দুই সপ্তাহ বাকি। এখন আমরা কয়েকদিন বিশ্রাম নেব এবং আগামী সপ্তাহে ফিজিক্যাল দিকটা নিয়ে কাজ করা হবে। দ্বিতীয় সপ্তাহে ট্যাকটিকাল কাজ করব। ’
গতকাল আলাভেসের বিপক্ষে ১০ মিনিটেই এগিয়ে যায় মাদ্রিদ। টনি ক্রুসের পাস থেকে জুড বেলিংহামের শট দূরের পোস্টে লেগে চলে যায় জালে। ২৭ মিনিটে কামাভিঙ্গার পাস থেকে ব্যবধান বাড়ান ভিনিসিয়ুস জুনিয়র। প্রথমার্ধের যোগ করা সময়ে বেলিংহামের পাস থেকে দুর্দান্ত এক গোল করেন ফেদে ভালভার্দে।
৭০ মিনিটে বেলিংহামের পাস থেকে দ্বিতীয় গোল করেন ভিনিসিয়ুস। ৮১ মিনিটে রদ্রিগোর শট ঠেকালেও বদলি নামা আরদা গুলাশের গোল ঠেকাতে পারেননি আলাভেস গোলকিপার।
গত জানুয়ারির পর থেকে সব প্রতিযোগিতায় অপরাজিত মাদ্রিদ। মৌসুমের শেষ পর্যন্ত এই ধারা টেনে নিতে চান আনচেলত্তি, ‘কোচ হিসেবে আমার জন্য এটাই সেরা মৌসুম। দল দারুণ ছিল, লা লিগা জয় আমাদের প্রাপ্য। আমরা এখন আনন্দে ভাসছি, তবে আমরা এটা চালিয়ে যেতে চাই কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ এখনো খেলিনি।’