বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : গত ২৬ আগস্ট ২০১৯ তারিখে প্রাইম ইউনিভার্সিটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মীর শাহাবুদ্দিন, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, প্রাইম ইউনিভার্সিটি এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রশিদুল আলম, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, সাবেক সচিব ও উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মঞ্জুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক রাষ্ট্রদূত; জনাব মোঃ আশরাফ আলী, বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, প্রাইম ইউনিভার্সিটি; জনাব কে. এম. ফরহাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা; জনাব মোঃ ইব্রাহীম হোসেন খান এবং সাবেক সচিব ও সাধারণ সম্পাদক, অফিসার্স ক্লাব, ঢাকা; পারভীন জামান কল্পনা, সদস্য, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম আব্দুস সোবহান; ট্রেজারার প্রফেসর মোহাম্মদ ড. আরশাদ আলী; কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. আবু ছালেহ আবদুন নূর; রেজিস্ট্রার এম এ জব্বার; পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ নুর হোসেন তালুকদার; অন্যান্য বিভাগের প্রধান ও সকল বিভাগের শিক্ষক মন্ডলী, কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব রশিদুল আলম, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, সাবেক সচিব ও উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী লীগ তাঁর বক্তব্যের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন দিক ও তাঁর আদর্শের কথা আলোচনা করেন এবং সোনার বাংলা গড়ে তোলার জন্য বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন। বিশেষ অতিথিগণ তাঁদের বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও তাঁর কর্মময় জীবনের একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন।
অনুষ্ঠানের সভাপতি জনাব মীর শাহাবুদ্দিন, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, প্রাইম ইউনিভার্সিটি তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামের যে দেশটি চিহ্নিত হলো তার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই।
আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দ ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.