বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : ভারতীয় অভিনেত্রী কিয়ারা আদভানি। মূলত হিন্দি ও তেলুগু চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১৪ সালের ফুগলি কমেডি চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় শুরু হয় এই নায়িকার। এরপর আরো বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি।
আভিনয় দিয়ে নানা সময় যেমন আলোচনায় এসেছেন তিনি ঠিক তেমনি ব্যক্তিগত কারণেও আলোচায় ছিলেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তার প্রেমের সম্পর্ক নিয়ে কথা বলেছেন কিয়ারা। এ অভিনেত্রী বলেন, ‘আমার যতটুকু মনে পড়ে, একবারই প্রেমে পড়েছি। ওই এক ব্যক্তির সঙ্গে আমার প্রকৃত ও লম্বা সময় ধরে সম্পর্ক ছিল। আমরা একসঙ্গে বড় হয়েছি, তাই আমাদের সম্পর্কটাও ছিল একটু অন্যরকম। এখনো ওই ব্যক্তি আমার ভালো বন্ধু, তাকে আমার ভালো ও খারাপ সময়ে কাছে পাই।’
তিনি আরো বলেন, মনে পড়ে, স্কুলে দশম শ্রেণিতে পড়ার সময় প্রেম করেছি। আমার মা আমাকে ফোনে কথা বলার সময় ধরে ফেলে এবং বলে, ‘তোমার এত বড় সাহস বোর্ড পরীক্ষার আগে প্রেম করছো, এখন কোনো ছেলের সঙ্গে কথা বলতে পারবে না।’ কিন্তু আমার বয়ফ্রেন্ড খুব ভালো ছাত্র ছিল। সে আমার রেজাল্ট ভালো করার ক্ষেত্রে অনেক সাহায্য করেছিল।
এদিকে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তার প্রেমের গুঞ্জন নিয়ে কিয়ারা বলেন, আমি সত্যিই সিঙ্গেল। তবে প্রেম বিরোধী নই।’ ভবিষ্যতে কোনো অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াবেন কি না? এমন প্রশ্নের উত্তরে এ অভিনেত্রী বলেন, ‘বলতে পারছি না। আমি বলতে চাইছি না কারণ দেখা যাচ্ছে কয়েক বছর পর ইন্ডাস্ট্রির কারো সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছি। প্রথমে ভেবেছিলাম, ইন্ডাস্ট্রির কারো সঙ্গে সম্পর্কে জড়াব না, তবে এখন পেশা কোনো ব্যাপার নয়।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে তার কবির সিং সিনেমাটি। এতে শহিদ কাপুরের বিপরীতে অভিনয় করেছেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.