বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : বাজার থেকে মুরগির মাংস কিনে আনার পর তা কই মাছের মতো লাফাতে দেখেছেন কখনো? কাটা মাংস আবার লাফাই নাকি! তবে ঘটনা যদি সত্যি হয়, তাহলে আপনি কী বলবেন? আর এমন দৃশ্য যদি আপনি নিজের চোখে দেখেন!
ফেসবুকে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, প্লেটে রাখা একটি মাংসের টুকরো রীতিমতো লাফাতে লাফাতে পালাচ্ছে!
ফেসবুকে রি প্রিটিরেডবোন ফিলিপস নামে এক প্রোফাইলে ভিডিওটি পোস্ট করা হয়েছে। ৩৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, রান্নার জন্য একটি প্লেটে কয়েক টুকরো মুরগির মাংস রাখা আছে। তার মধ্যে একটি মাঝারি আকারের মাংসের টুকরো নড়তে শুরু করেছে। এমনকি নড়তে নড়তে সেটি প্লেট থেকে বেরিয়ে যায়। এমনকি টেবিল থেকে পড়েও যায়। এই ঘটনা দেখে সম্ভবত যিনি ভিডিও রেকর্ড করছিলেন সেই নারী চিৎকার করে ওঠেন।
ভিডিওটি ভাইরাল হতে সময় নেয়নি। ১০ জুলাই ভিডিওটি পোস্ট করা হয়েছে। আর এর মধ্যেই ভিডিওটি দেড় কোটি বার দেখা হয়েছে। লাইক পড়েছে ৩০ হাজার আর কমেন্ট ৬৫ হাজার। শেয়ার হয়েছে ২ লাখ ২৫ হাজারের বেশি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.