বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : টি-টোয়েন্টিতে পরিসংখ্যানটা নিজেদের পক্ষেই ছিল। তাই গণিতের খাতাটার দিকে তাকিয়ে চুপ থাকতে পারলেন না আফগান অধিনায়ক রশিদ খান। মঙ্গলবার বৃষ্টিবাধায় ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ভেস্তে যাওয়ার পর স্বাগতিক বাংলাদেশের সঙ্গে ট্রফি ভাগাভাগি করতে হয়েছে।
এর পরই ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে রশিদ খান মুখ খোলেন রিজার্ভ ডে নিয়ে। ত্রিদেশীয় সিরিজের ফাইনালের মতো ম্যাচে রিজার্ভ ডে না থাকায় আক্ষেপ প্রকাশ করেন তিনি।
আফগান অধিনায়ক বলেন, ‘একটা ম্যাচে যেকোনও দলই পরিস্থিতি বদলে দিতে পারে। জয় পরাজয় বড় প্রশ্ন নয়। কিন্তু যখন এরকম কোনও বড় টুর্নামেন্ট হয় তখন ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়। কিন্তু এখানে কেন রাখা হলো না আমি জানি না। তবে ফাইনালের জন্য একটা রিজার্ভ ডে থাকা অবশ্যই উচিত ছিল। আশা করবো, সামনের দিনে এ ধরনের টুর্নামেন্টে রিজার্ভ ডে নিয়ে চিন্তা করবেন আয়োজকরা।’
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার ফাইনাল ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টিবাধায় অপেক্ষা করে করে রাত ৯টায় মাঠের অবস্থা যাচাই-বাছাইয়ের পর আম্পায়াররা ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করলে দুদল যৌথ চ্যাম্পিয়ন হয়ে ট্রফি ভাগাভাগি করে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.